প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

নর্দান টেরিটরির জয়যাত্রা থামাল বাংলাদেশ

article-img

নর্দান টেরিটরি স্ট্রাইকের জয়যাত্রা থামাল বাংলাদেশ ‘এ’। টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক জয় পাওয়া দলকে প্রথম হারের স্বাদ দিয়েছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। ২২ রানের জয়ে শেষ চারের সম্ভাবনাও ভালোভাবে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

বর্তমানে ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় সাতে আছে বাংলাদেশ।

 

বাকি দুই ম্যাচে মেলবোর্ন স্টারস একাডেমি ও অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে জিতলে শেষ চারে যাওয়ার সুযোগ পাবে। অবশ্য অন্য দলগুলোরও বেশ কটা করে ম্যাচ বাকি থাকায় তাদের সুযোগ আছে। বর্তমানে ৬ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে শিকাগো কিংসমেন ক্রিকেট ও নর্দান টেরিটরি। নর্দান টেরিটরির ৪ ম্যাচের বিপরীতে এক ম্যাচ কম খেলেছে শিকাগো।

 

 

ডারউইনে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪ উইকেটে ১৭২ রান করে। বড় সংগ্রহের ভিতটা ওপেনিং জুটিতে পায় বাংলাদেশ। ৫৫ রানের জুটি গড়েন দুই উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ ও জিশান আলম। দুজনই সেট হওয়ার পরও হাফ সেঞ্চুরির দেখা পাননি তারা।

 

অবশ্য বাংলাদেশের কোনো ব্যাটারই পায়নি।

 

দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দারুণ ছন্দে থাকা আফিফ হোসেন। সর্বশেষ তিন ইনিংসে অপরাজিত চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। যদিও কোনো ইনিংসেই ফিফটি পাননি তিনি। সর্বোচ্চ ৪৮।

 

আজ শেষ দিকে ভালো ফিনিশিং দিয়েছেন সোহান ও ইয়াসির আলিও। অধিনায়কের ৩৫ রানের বিপরীতে ২২ রানে অপরাজিত থাকেন ইয়াসির। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন টম মেনজিয়েস।

 

লক্ষ্য তাড়া করতে নেমে ধাক্কায় শুরু করে নর্দান টেরিটরি। দলীয় ২৪ রানে ৩ উইকেট হারায় তারা। সেই ধাক্কা কাটিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখালেও পরে সাফল্য এনে দিতে পারেননি কনর ক্যারল ও জর্দান সিল্ক। দুজনকেই পর পর আউট করে বাংলাদেশের জয়ের পথ সুগম করেন বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম।

অন্যথা চতুর্থ উইকেটে ৮৪ রানের জুটি গড়া কনর ও সিল্ক আর কিছুক্ষণ থাকলে হাসি নয় হতাশ হয়েই মাঠ ছাড়তে হতো বাংলাদেশকে। ৪৩ রান করা কনরের বিপরীতে সর্বোচ্চ ৪৮ রান করেন সিল্ক। তাদের বিদায়ের পর নর্দান টেরিটরি আর ম্যাচে ফিরতে পারেনি, থেমেছে ৭ উইকেটে ১৫০ রানে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ ও রাকিবুল।